কী কান্ড বলেন দেখি! ব্লগ লিখতে এসে দেখি দুইখান পোস্ট আগেই আবার কলকাতা কচকচিতে ছুটির খাওয়াদাওয়া নিয়েই লিখেছিলাম। পাঠকরা বুঝতেই পারছেন আমার জীবনে খাবার কোন সিংহাসনে বিরাজ করে। নিজেরা ব্রাসেলসে চারবেলা চর্ব্যচোষ্য বানালেও বার্ষিক পঃবঃ ছুটির জন্য মুখিয়ে থাকি এই কারণে - যেগুলো বাড়িতে বানাতে পারি না বা এখানে পাই না সেগুলো দেখে এবং চেখে…